সাকিব কথা রাখলেন টি টেনে সোহান-মৃত্যুঞ্জয়দের নিয়ে।

চলছে টি টেনের ষষ্ঠ আসরের প্লেয়ার ড্রাফট। দেরিতে হলেও ২য় বাংলাদেশি হিসেবে টি টেন এ দল পেলেন নুরুল হাসান সোহান। যিনি কিনা টাইগার দলের টি টুয়েন্টি তে সহ অধিনায়ক। আর তিনি টি টেন এ খেলবেন বাংলাদেশের দল বাংলা টাইগার্সের হয়ে। যার অধিনায়ক টি টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। এবারের মৌসুমে ড্রাফটে একাধিক বাংলাদেশি থাকলেও, সোহানই প্রথম এখান থেকে দল পেয়েছেন। তবে অবিক্রীত অবস্থায় আছেন তামিম, রিয়াদ, তাসকিনরা 

এদিকে সোহানের পর মৃত্যেুঞ্জয় চৌধুরীও দল পেলেন একই দলে। তাকেও বেড়ানো হয় বাংলা টাইগার্সে। অর্থাৎ ৩য় বাংলাদেশি হিসেবে দল পেয়েছেন তিনি। তাকেও দেখা যাবে সাকিবের দলে পেসার হিসেবে।

 


এর আগে সরাসরি বাংলা টাইগার্স তাদের আইকন ক্রিকেটার হিসেবে দলে নেন সাকিব আল হাসানকে। তখনই, সাকিব ইচ্ছা প্রকাশ করেছিলেন একাধিক স্বদেশী তার দলে নিতে। তারই কথায় হয়তো দলে নেওয়া হয়েছে সোহানকে। যদিও সোহান এর পূর্বে কখনো টি টেনে খেলেননি। তবে, সাকিবের ভাবনাতেই হয়তো বাংলাদেশের দলটি সোহানকে দলে নেন।

তাদের ছাড়াও বাংলা টাইগার্সের হয়ে এইবার খেলবেন পাকিস্তানের বোলার মুহাম্মদ আমির ও ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ইভেন লুইস।


Post a Comment

0 Comments